ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই পাখি শিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান এর ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন খুলনা বিভাগীয় অফিসের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা তন্ময় আচার্য্য’র সঙ্গীয় ওয়াইল্ডলাইফ স্কাউটদের নিয়ে অতিথি পাখি হত্যা, শিকার,ক্রয় ও বিক্রয় বন্ধে ঘটনার দিন মঙ্গলবার সকালে উপজেলার খলশি খাজুরা ওয়াপদা বিল এলাকায় অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থল থেকে পাখি শিকারি সদর ইউনিয়নের খাজুরা এলাকার অহিদুল শেখের ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও হাসানপুর এলাকার মৃত আকবর গাজীর ছেলে কামাল গাজী (৪২) কে আটক করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১০টি পাখি, সাড়ে পাঁচশত ফুট ফাঁদজাল,২ সেট মিউজিক ও ২টা ব্যাটারি উদ্ধার করা হয়।
পরে ধৃত পাখি শিকারীদ্বয়ের প্রত্যেক কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২(৩৮) ধারায় প্রত্যেক কে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ সপ্তাহ’র কারাদন্ডাদেশ প্রদান করা হয়।