ডুমুরিয়া প্রতিনিধিঃখুলনার ডুমুরিয়ায় নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা জৈবসার উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তির উপর দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ ভবনে সোমবার অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন।
গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, প্রশিক্ষক অধির বিশ্বাস ও মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশ গ্রহন করেন।