ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার গুটুদিয়ায় পূর্ব বিরোধের জের ধরে এক সংবাদকর্মী প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ শনিবার ভূক্তভোগি সাংবাদিক তুষার কবিরাজ প্রতিপক্ষ তিমির রায়সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার গুটুদিয়া সার্বজনীন মঠ আশ্রম মন্দিরের কমিঠি গঠনকে কেন্দ্র করে স্হানীয় সাংবাদকর্মী ও মঠ কমিটির সাবেক সভাপতি তুষার কবিরাজের সাথে বিবাদী একই এলাকার তিমির রায়,অসিত মন্ডল, দেবাশীষ মন্ডল,শেখর মন্ডল, গোবিন্দ সরকার ও পিন্টু বিশ্বাসসহ তাদের সহযোগিদের সাথে পূর্ব হতে বিরোধ চলে আসছিলো।
তারই জের ধরে গত শুক্রবার বিকালে মঠ মন্দির কমিটির সভা চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীগন তুষার কবিরাজ কে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। নিষেধ করলে বিবাদীগন তুষারের উপর ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি সোটা দিয়ে বেধাড়ক মারপিট করে জখম করে।
স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্যে কমপ্লেক্সে তাকে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমার বক্তব্য শেষে একটি হট্টগোল শুনতে পেয়ে আমি তড়িঘড়ি স্থান ত্যাগ করি,পরে কি হয়েছে জানি না।
মঠ কমিটির সভাপতি পিন্টু বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন,মঠ আশ্রম কেন্দ্রিক পূর্ব একটা সমস্যা আছে তারই জের ধরে সভা চলাকালীন তুষার কবিরাজ কে মারপিটের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে থানার ডিউটি অফিসার এস,আই শফিকুল ইসলাম বলেন,তুষার কবিরাজের দেয়া একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি ওসি স্যারকে জানিয়ে পরবর্তি আইনগত পদক্ষেপ নেয়া হবে।