ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘এ স্ট্রেন্দেনিং ইকোনমিক রিকভারি ক্যাপাসিটি অব ক্লেইমেট ভালনারেবল নিউ-পুওর, স্পেশালি রিটার্নি মাইগ্রেন্টস ইম্প্যাক্টেড বাই কোভিড-১৯ প্রকল্পের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা সদরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
আরো উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস,এম আশীষ মোমতাজ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মোঃ মেহেদী হাসান,সেক্টর স্পেশালিস্ট সাইকোসোশ্যাল কাউন্সেলর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম শাহিনা আক্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর,দেবানন্দ মন্ডল, ব্র্যাক ডুমুরিয়া শাখা ম্যানেজার শিব দাস এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ডুমুরিয়ার ফিল্ড অর্গানাইজার সুজন দাস। আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ ফেরত অভিবাসীর অর্থ ব্যবস্থাপনা, ব্যয় সংকোচন এবং পারিবারিক আয়ের উৎস সন্ধানের পাশাপাশি সঞ্চয়ের প্রবণতা এবং এর গুরুত্বের উপর আলোচনা এবং হাতে কলমে জ্ঞান প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,’প্রশিক্ষণের গুরুত্ব অসীম। তাও যদি হয় আর্থিক ব্যবস্থাপনার উপর তা হলে তার গুরুত্ব আরো বেড়ে যায়। সঠিক ভাবে আয় ব্যয় করার পাশাপাশি সঞ্চয় করতে হবে। নিজের নামে অর্থ জমা রাখতে হবে। প্রয়োজন সার্বজনীন পেনশন স্কীমের আওতায় থাকবে হবে। তবে জীবন নিরাপদ হবে।” প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ এবং একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয় ।