ডুমুরিয়া প্রতিনিধিঃ ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ- স্মার্ট হবে বাংলাদেশ’এই স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশনা বাস্তবায়নে খুলনা জেলা যুবলীগের সভাপতি শ্রদ্ধেয় চৌধুরী মোঃ রায়হান ফরিদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া গ্রামের গরীব, অসহায় কৃষক নজরুল ইসলামের ধান কেটে দিয়ে সহযোগীতা করা হয়েছে।
এ সময় উপস্হিত থেকে সহযোগীতা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,যুগ্ম আহ্বায়ক এ্যড.আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, যুবলীগ নেতা খান রবিউল ইসলাম আন্টু, বিভূতী বিশ্বাস,মনিরুজ্জামান মন্টুসহ যুবলীগের অন্যান নেতৃবৃন্দ।
এ বিষয়ে যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ জানান,ঘোষড়া গ্রামের অসহায় কৃষক নজরুল ইসলাম ১.০৭ একর জমিতে বোরো ধান লাগিয়ে ছিলেন। বর্তমানে শ্রমিককের মূল্য বেশী হওয়ায় তিনি ধান কাটতে অসহায়ত্ব প্রকাশ করে আমাদের সহযোগীতা চেয়ে ছিলেন।
আজ আমরা তার ধান কেটে দিয়ে সহযোগীতা করায় তিনি আবেগ আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।