ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার সকল পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে স্মার্ট বাংলাদেশ ,স্মার্ট এডুকেশন ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে শিক্ষা প্রযুক্তির উন্নয়ন শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শাহপুর ইন্সটিটিউট অফ লাইভস্টক, সায়েন্স এ্যন্ড টেকনোলজিতে অনুষ্ঠিত সম্মলনে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,ডুমুরিয়া কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলামসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানগণ।