খুলনা প্রতিনিধিঃ প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন,জেলা পরিষদ সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের সাথে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। সুন্দর ও পরিচ্ছন্ন এলাকা গড়ে তুলতে হলে স্হানীয় সরকার প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে।এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত।
তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলের বিগত ১৫ বছরের সমগ্র দেশের উন্নয়নের চিত্র সভায় স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়াম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্যে।
এ সময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাষিশ বিশ্বাস,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, শেখ দিদারুল হোসেন দিদার, গোপাল দে, বি,এম জহুরুল হক,গাজী তৌহিদুজ্জামান,মনোজিৎ বালাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,ইউপি সচিব ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী মেলা ও স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মেলায় ১৭টি স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।