ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-এর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক।
আরো বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সুধীবৃন্দ ও কৃষক কৃষাণীবৃন্দ।
শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া কৃষকদের জন্যে পণ্যবাহী ভ্যান গাড়ী ও ক্যারেট বিতরণ করেন।