নিজস্ব প্রতিবেদকঃ তেরখাদা উপজেলা সদরের দক্ষিণে জয়সেনা বাজার, পূর্বে মেইন রাস্তা, উত্তরে কাটেংগা বাজার। এর মাঝখানে হাঁস-মুরগীর হাট সংলগ্ন ফাঁকা জায়গায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। আবর্জনার স্তূপ ও দুর্গন্ধের কারণে ওই স্থান ব্যবসায়ী ও জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। পাশাপাশি হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য।
কাটেংগা ও জয়সেনা বাজারের দোকান পাট, হোটেল-রেস্টুরেন্ট ইত্যাদিতে প্রতিদিন ব্যাপক পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এসব ময়লা এখানে ফেলা হচ্ছে। এতে বাজার এলাকার সমস্যা ও পরিবেশ দূষণ হলেও কোনো নজরদারী ও উদ্যোগ নেই কর্তৃপক্ষের। দিনকে দিন ময়লা-আবর্জনার স্তুপ বেড়েই চলেছে এই স্থানে। মাঝে-মধ্যে ওই ময়লার স্তুপ আগুন দিয়ে পুড়ানোর চেষ্টা করে ব্যবসায়ীরা। এতে আগুনের ধোঁয়ায় এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠে। এতে একদিকে যেমন ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় এলাকাবাসীর বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে অন্যদিকে বেড়েছে মশার উপদ্রবও। সব কিছু মিলিয়ে দূর্ভোগের শেষ নেই স্থানীয় ভুক্তভোগীদের।
মূলত ময়লা ফেলার জন্য বাজারে সুনির্দিষ্ট স্থান নির্ধারিত না থাকায় বাজারের সব ময়লা-আবর্জনা এখানে ফেলা হচ্ছে নিয়মিত। এতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বাজারটি। যা স্থানীয় মানুষ সহ ক্রেতা, বিক্রেতা এবং ব্যবসায়ীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করছে।
জয়সেনা বাজারের লন্ডী ব্যবসায়ী মুরাদ হোসেন, কাটেংগা বাজারের টেইলার্স ব্যবসায়ী গোবিন্দ সরকার সহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এ দুই বাজারের ময়লা আবর্জনা এবং বর্জ ফেলায় জায়গাটি এখন যেন ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। যার ফলে মশা, মাছির উপদ্রব বেড়েছে এবং ব্যবসা পরিচালনা করা দুর্বিষহ যন্ত্রনা হয়ে পড়েছে। দুই বাজারের ব্যবসায়ীরা এবং সচেতন মহল ঐ জায়গায় ময়লার স্তুপ এবং বর্জ্য ফেলা বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।