নিজস্ব প্রতিবেদক|| তেরখাদা উপজেলার প্রবীন আ’লীগ নেতা হানেফ ফকিরের ছেলে পুলিশ সদস্য মোঃ শাহিদুল ফকির (৪৩) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত শনিবার রাত ১০.৪৫ মিনিটে ঢাকার ধানমন্ডি স্কয়ার হাসপালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে ২ স্ত্রী, ১ কন্যা, পিতা -মাতা সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ রবিবার (১৪ মে) জোহর নামাজের পর উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেংগা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মাওঃ আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খালেদীন রশিদী সুকর্ণ, রকিবুল ইসলাম লাবু, মোজাফফর মোল্যা, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, মকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওছার আলী, সাধারন সম্পাদক রবিউল হোসেন, জেলা যুবলীগ নেতা এ বি এম কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা নওয়াব আলী টিপু, মোঃ জনাব আলী শেখ এম ফরিদ আহমেদ, মোল্যা ওয়াহিদুজ্জামান ফরিদ, বাছিতুল হাবিব প্রিন্স, কৃষক লীগ নেতা এস এম নাজমুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, মোল্লা হিজবুল্লাহ, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ প্রমুখ।
এদিকে মরহুমের মৃতুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনাা জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগ সহ তেরখাদা প্রেস কাবের নেতৃবৃন্দ।