নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু) আবারো খুলনা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মনোনীত হয়েছেন।
তিনি ২০২২ সালেও খুলনা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। জানা গেছে,জেলার বিভিন্ন কলেজ থেকে বাছাই পর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির বিচারক প্যানেল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে তার নাম ঘোষনা করেন। শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতায় শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু কে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেন।
উল্লেখ্য, তিনি উত্তর খুলনা মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক মরহুম মাস্টার জহুরুল হকের একমাত্র পুত্র। তার পিতা-মাতা উভয়ই শিক্ষকতা করতেন। তিনি ১৯৮৪ সালে সাতক্ষীরা নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোর বোর্ডে কৃষি শিক্ষা বিভাগের পরীক্ষার্থী হিসেবে নবম স্থান দখল করেন। এরপর সরকারি নর্থ খুলনা কলেজ থেকে বিজ্ঞানে ১ম বিভাগসহ উচ্চ মাধ্যমিক পাশ করেন।পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ছাত্রজীবন থেকে তিনি লেখালেখির সাথে সম্পৃক্ত। ইতোমধ্যে তার ৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সরকারি নর্থ খুলনা কলেজে তিনি দায়িত্ব গ্রহণের পরে কলেজটি বিভিন্ন পরীক্ষার ফলাফলে রেকর্ড করেছে। কলেজটির বিগত দুই বছরের অবকাঠামোগত উন্নয়ন ও চোখে পড়ার মতো।