নিজস্ব প্রতিবেদকঃ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে নিয়ে তেরখাদা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ এলাকা থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদণি করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এর পর উপজেলা পরিষদের সভা কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোসাঃ ফেরদৌসি বেগম, সহকারী প্রগ্রামার লিডম পল বালা, তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ তাসলিমা খাতুন, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার নারীরা উপস্থিত ছিলেন।