নিজস্ব প্রতিবেদকঃ খুলনার তেরখাদা থানা পুলিশের হাতে আবারও ২০৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।গ্রেফতারকৃতরা হলেন রূপসার উপজেলার ভবানীপুর এলাকার মো:হানিফ শেখের পুত্র মো:সেলিম শেখ (২৮) ও একই উপজেলার ইলাইপুর এলাকার আবুল হোসেনের পুএ সুমন মোঘল (২০)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তেরখাদা থানার এস আই বিশ্বজিৎ মিত্র সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজগড়া ইউনিয়নের আনন্দ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদেরকে তল্লাশি করে ২০৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার মোহম্মাদ মাহবুব হাসান (বিপিএম) মহোদয়ের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তেরখাদা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে ২০৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।