মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলা সদরের পশু সম্পদ অফিসের সামনে পদ্মবিলাস নামক একটি রেস্তোরায় বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ খাদ্য পন্য মজুদ রাখায় জামিল আহম্মেদ মোল্যাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সে স্থানীয় সাইদুল ইসলাম মোল্লার ছেলে। অনৈতিক কর্মকান্ড চলে এমন অভিযোগে দোকান মালিককে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় জামিল আহম্মেদ মোল্লা নামের একজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫১ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তার দোকানে অনৈতিক কর্মকান্ড না চালাতে কঠোর সতর্ক করা হয়।