মিল্লাত হাসান,রংপুর ব্যুরোঃ দুঃসময়ের জন্যে রক্ত সঞ্চয় করুন স্লোগানে রংপুরে ইউথ ড্রিম ফাউন্ডেশনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান এই কর্মসূচি থেকে শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ হয় বলে জানান আয়োজক সংগঠকরা।
ইউথ ড্রিম ফাউন্ডেশনটি প্রথমত ২০১৮ সালে পাঁচজন মিলে অনলাইনে রক্ত নিয়ে কাজের পথ চলা শুরু হয়।ধীরে ধীরে সদস্য সংখ্যা বৃদ্ধি হতে শুরু করে,পরে ২০২০ সালে কমিটি গঠন করে ধারাবাহিকভাবে অসহায়, সুবিধা বঞ্চিত মানুষ, গরিব মেধাবী শিক্ষার্থী,রাস্তায় পড়ে থাকা অজ্ঞ-অচেতন মানুষ,বৃদ্ধাশ্রম,পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন উদ্যোগ নিয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনটি ।
ইউথ ড্রিম ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) পরিচালক পাবেল আহমেদ সাকিব বলেন,প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত জীবন-মরণের সেতু হয়ে দাঁড়ায়। তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে আমাদের এই কর্মসূচি।
ইউথ ড্রিম ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর রহমান সজিব বলেন, এই ফাউন্ডেশন এর নাম ছিল Blood for life (ব্লাড ফর লাইফ) কার্যপরিধি বাড়ানোর জন্য নামটি পরিবর্তন করে Youth dream foundation Bangladesh (ইউথ ড্রিম ফাউন্ডেশন বাংলাদেশ) রাখা হয়েছেI আমরা একতাবদ্ধ হয়ে রংপুর জেলার ৫ উপজেলাসহ নীলফামারী জেলা নিয়ে স্বেচ্ছায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছিI আমারা যুব উন্নয়ন অধিদপ্তর বা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পেলে বাল্যবিবাহ,মাদকমুক্ত দেশ ও বিভিন্ন যুগ-উপযোগী উদ্যোগ নিতে সক্ষম হব।
ইউথ ড্রিম ফাউন্ডেশন এর ভবিষ্যৎ পরিকল্পনা অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একটি সু-সম্পূর্ণ নিরাপদ আশ্রম তৈরি করে দেশব্যাপী কাজ করা।