গোলাম মোস্তফাঃ ঝালকাঠী জেলায় রাজাপুর উপজেলার উপজেলা পরিষদ সভা কক্ষে ২৬ আগষ্ট দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
উপজেলার রাজাপুর সদর, বড়ইয়া, মঠবাড়ী, সাতুরিয়া, গালুয়া, সুক্তাঘর ৬টি ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণটিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সোহাগ হাওলাদার। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য নাজমা আক্তার মুক্তা। উক্ত প্রশিক্ষণে সহায়কের দায়িত্বে ছিলেন বরিশাল ক্লাস্টারের জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার মোঃ খলিলুর রহমান ও জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ মাহফুজুর রহমান। প্রশিক্ষণটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী নাসরিন সুলতানা।