নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে বাফুফে ভবনে সাফজয়ী নারী ফুটবলার সাবিনা খাতুনদের হাতে প্রতিশ্রুতির পুরস্কারের অর্থ তুলে দেন বাফুফের সিনিয়র সহ সভাপতি, খুলনা ৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় উপস্থিত ছিলেন এমপি সালাম মূর্শেদীর বড় ছেলে ও এনভয় গ্রুপের পরিচালক ইশমাম সালাম সহ বাফুফের সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালে অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। মেয়েরা প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সাবিনা খাতুনদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল।