নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলা কারাগারে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামির চোখে কলম ঢুকিয়ে দিয়েছে আরেক আসামি।
রবিবার(১ সেপ্টেম্বর) ভোরে কারা অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত আসামি নূর হোসেন বাদল ভূইয়া বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুরের সাহাবুদ্দিনের ছেলে। সে বেগমগঞ্জের চাঞ্চল্যকর “গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতন” মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
হামলাকারী আসামির নাম মাইন উদ্দিন। তিনি মাদক মামলার আসামী হিসেবে কারগারে রয়েছেন। তবে বেগমগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায়ও তিনি আসামী ছিলেন। পরবর্তীতে মামলা থেকে অব্যহতি পেয়েছেন।
ভুক্তভোগী আসামির স্বজনেরা জানান, আজ সকালে জেলা কারাগার থেকে তাদের হামলার ঘটনাটি জানানো হয়। পরবর্তীতে তারা কারাগারে পৌছান। বর্তমানে বাদল ঢাকা চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে কথা হলে নোয়াখালী ডেপুটি জেল সুপার মোঃ জাবেদ জানান, পূর্ব শত্রুতার জেরে হাজতি মাইন উদ্দিন সাজা প্রাপ্ত আসামী নূর হোসেন বাদল ভূইয়াকে কলম দিয়ে চোখে আঘাত করে। আহত আসামি নূর হোসেন বাদল ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের তত্বাবধায়নে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়েছে।