গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী) শাখার আলিম পরিক্ষার্থী সাধারণ ক শাখার ছাত্র মাহদী হাসান আজ ( ৬/১১/২০২২) ইং রোজ রবিবার সকাল ৭ টার সময় আপনজনকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন।
তথ্যসূত্রে জানা যায়, শিক্ষার্থী মাহাদি হাসান গত ৫-১১-২২ ইং রোজ শনিবার রাতে শরীরে হালকা জ্বর নিয়ে অসুস্থ হয়ে ভোর থেকেই বমি করতেছিল, এবং তার বমির সাথে রক্ত বের হচ্ছিল।
তখন অসুস্থ অবস্থায় গাজীপুরের তারগাছ এলাকায় অবস্থিত তায়রুন্নেসা মেডিকেল হসপিটালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহদী হাসানের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার কাওদিয়া গ্রামে অবস্থিত। মাহদী হাসানের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।