শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারটি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রভাষক মোঃ রকিবুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, ডাঃ আব্দুল কুদ্দুস, ডাঃ মাসুদ আল ইমরান, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, অমর রঞ্জন মন্ডল ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।