জি এম রিয়াজুল আকবর|| খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা শত শত দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহাসিন রেজা।
এসময় আরো উপস্থিত ছিলেন করয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী।
আওয়ামীলীগ নেতা অধ্যাপক জি এম মোক্তার হোসেন, রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষ্ণপদ মন্ডল আওয়ামী লীগ নেতা দেবদাশ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম মেজবাউদ্দীন মাসুম, ওয়ার্ড আওয়ামীলের সাধারণ সম্পাদক শামিম হোসেন , পঙ্কজ সরদার, প্রমুখ।