মিল্লাত হাসানঃ রংপুরের পীরগঞ্জে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নির্যাতনকারী তিন জনকে আটক করেছে পীরগঞ্জ থানার পুলিশ।
উপজেলার কুমেদপুর ইউনিয়নের লতারপাড়া গ্রামে শিশু নির্যাতনের ঘটনাটি ঘটেছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়নের লতারপাড়া গ্রামের মোকলেছার রহমানের ছেলে কুমেদপুর সরকারী প্রাথমিক পঞ্চম শ্রেনীর ঝরে পড়া ছাত্র রিফাত মিয়া (১২)। গত শনিবার সাইকেল চুরির অপরাধে পার্শ্ববর্তী বাজে শিবপুর গ্রামের বাসিন্দা প্রভাবশালী ইটভাটা মালিক ও বাজে শীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক (সাজু) তার লোকজনের মাধ্যমে রাত সাড়ে ৮ টার দিকে ওই শিশু কে রসুলপুর বাজার থেকে ধরে ইটভাটায় নিয়ে আসে।
সাইকেল না পেয়ে তাকে মোয়াজ্জেম হোসেনের চাতালে একটি ঘরে আটক করে রাখে। পরদিন সকালে লতারপাড়ার ফুল মিয়ার বাড়ির সামনে নিয়ে এসে শিশুটির হাত পা বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। পরে ওই শিশুর বাবা ঘটনাস্থলে আসলে সাইকেল বের করে দেওয়ার শর্তে তার কাছ থেকে সাদা কাগজে মুচলেকা নিয়ে বাবার জিম্মায় শিশু রিফাতকে দেয়। ঘটনাটি গোপনে কে বা কারা মোবাইলে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দিলে ভাইরাল হয়।
ভিডিওটি দেখে পীরগঞ্জ থানা পুলিশ মুলহোতা আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু মাস্টার (৫৩) এবং আনিসুল ইসলাম ওরফে আলম (৪৯) ও তাজুল ইসলামকে আটক করে। শিশু নির্যাতনের ঘটনায় রিফাতের বাবা মোখলেছার রহমান বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ থানায় ৬ জনকে এজাহারনামীয় সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করলে ওসি মামলা রেকর্ড করেন। মামলা নং-২, তারিখ- ১/১২/২২।
পুলিশ পরিদর্শক (ওসি) জাকির হোসেন বলেন, শিশু নির্যাতনের ঘটনায় মুলহোতা সাজু মাস্টার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও দেখে অন্যান্য আসামি গ্রেফতারে অভিযান চলছে।