নিজস্ব প্রতিবেদকঃ উৎসবমুখর পরিবেশে খুলনা জেলার রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজার বণিক সমিতির (রেজি: নং-১৯৭৮) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আব্দুল জব্বার রতন বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩০৬ জন ভোটারের মধ্যে ২৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে সভাপতি পদে হাফেজ আরাফাত হোসেন লিমন (আনারস প্রতীক) ১৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন রনি ১২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ নাজমুল হোসাইন (কাপ পিরিচ প্রতীক) ২১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাসেল শেখ ৬৮ ভোট। সহ-সভাপতি পদে মোঃ হাসনাত (প্রতীক মোবাইল) ১৭৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলম ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সহ-সাধারণ সম্পাদক পদে রাজু আহম্মদ (প্রতীক ব্যাট বল) ১৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাসিম মীর ৭৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম (প্রতীক টেলিফোন) ১৫৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদুজ্জামান। কোষাধ্যক্ষ পদে মোঃ জাহিদ হাসান (প্রতীক টিউবওয়েল) ১০৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরিফুল ইসলাম ১০৬ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ হাসান হাওলাদার (প্রতীক মটর সাইকেল) ১৯৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম ৯১ ভোট পেয়েছেন।
তিন সদদ্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে নির্বাচন কমিশোর ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, সদস্য নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল ও নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব আবু হারুনার রশিদ, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন রূপসা মহিলা কলেজের প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক প্রদীপ পাল, রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন, বাগমারা চর রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির শেখ।
এ দিকে নির্বাচন কাজে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ আকতার হোসেন খান,
নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, রূপসা থানার এস.আই মোঃ ফজলুল হক জাহিদ, রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কামাল হোসেন, এসআই মোঃ ইব্রাহিম, মোঃ কামরুজ্জামান সহযোগিতা করেন।#