শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সচিব এর খুলনা সফর, উন্নয়ন কাজের উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১০২১ জন সংবাদটি পড়েছেন

এস আর ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃমুজিব বর্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দিঘলিয়ায়  ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কাজ শুক্রবার বিকালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ ও অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার শিলা।

তিনি ‘জমি নেই ঘর নেই’ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে নির্মানাধীন  একটি ঘর নির্মাণের কাজের উদ্বোধন করেন এবং সরজ‌মি‌নে নির্মাণাধীন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। দিঘলিয়া উপজেলায় ৭০ টি ভূমিহীন অসহায় পরিবারের মাঝে দুই শতাংশ জমির উপর দুই রুমের ঘর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রতিটি ঘর তৈরিতে ব্যায় নির্ধারণ করা হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন দিঘলিয়া ইউনিয়ন ও সেনহাটি ইউনিয়নে খাস জমি অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধার করে স্বচ্ছতার সাথে এই প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ওয়াহিদা আক্তার শিলা বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর  নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব,  সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সঠিক  উন্নয়ন  কৌশল গ্রহণের  ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মাধ্যমে দেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ
 সরকারের একটি গুরুত্বপূর্ণ   পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কারনে  কোন পরিবার  গৃহহীন থাকবে না।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন এবং ভূমিহীনদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, সে কাজে সবাইকে সহযোগীতা করার জন্য তিনি আহবান জানান।
সে সময় তার সাথে  উপস্থিত ছিলেন দিঘলিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ আহসানউল্লাহ চৌধূরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরকারের এই মহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা,  সহকারী কমিশনার (ভূমি), সহ   সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোডাউন পরিদর্শন করেন এবং তার নিজ বাড়িতে পৌছে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন। খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন ওয়াহিদা আক্তার শিলার সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2495143
290
Visitors Today
161
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu