রুবেল(২৮) বজরা গ্রামের আবুল হাশেমের ছেলে। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, একই গ্রামের আব্বাস আলীর মেয়ে কমলা বেগম(২৩) এর সাথে রুবেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দিন যত যায় তাদের প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে। মন দেওয়া নেওয়া চলে দীর্ঘ দুই বছর। গত ২ জুন পরিবারের অমতে দু’জনে পালিয়ে বিয়ে করে। অন্যত্র ঘর সংসার শুরু করে। গত শনিবার দুজনে বাড়িতে ফিরে এলে কমলা বেগমের দুই ভাই রুবেলকে বজরা ইউনিয়নের হাসপাতাল এলাকায় আটকে বেদম প্রহার করে। একপর্যায়ে তারা কমলাকে ছিনিয়ে নিয়ে আবুল হোসেনের বাড়িতে আটকে রেখে পরের দিন তালাক নামায় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে স্বামীকে তালাক দিতে বাধ্য করে।
এখবর শুনে স্বামী সোমবার সকালে তার বসত ঘরের শয়ন কক্ষের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশের গলায় রশির দাগ রয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুও মামলা রুজু করা হয়েছে।