খান মো: আল-আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা শুরু হয়ে এদিন বিকেলে শেষ হয়। প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। নৃত্য, সংগীত, কবিতা আবৃতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, ২৪জন প্রতিযোগিতার বিচারকগনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। #