খান মোঃ আল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো রাকিবুল ইসলাম (২৩)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি এলাকার শাহিন হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুল বাগেরহাট থেকে মটরসাইকেল করে মোংলার দিকে যাচ্ছিলেন। এসময় ফকিরহাটের টাউন নোয়াপাড়া এলাকার আলফা কোম্পানির সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে।