খান মোঃ আল আউয়াল,ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবুল সরদার (৪২) নামের এক মৎস্য ব্যবসায়ি মারা গেছেন। তিনি গতকাল সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি কিনিকে মারা যান।
নিহতের পরিবার জানান, সাবুল সরদার কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তিনি বেশী অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে পরিবারের লোকজন তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ফকিরহাটে এখন পর্যন্ত ৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকেল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ফকিরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জুন মাস থেকে এ পর্যন্ত হাসপাতালে ১৭৭জন ডেঙ্গু রোগী ভর্তি চিকিৎসা গ্রহন করেছেন। এছাড়া স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও কিনিক থেকে অসংখ্য ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহন করেছেন বলে তিনি জানান।