খান মোঃ আল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এসব প্রতিষ্ঠানকে মোট ৭হাজার ৮থশ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।