খান মোঃ আল আউয়াল, ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের ভট্রখামার খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাল থেকে অবৈধ জাল-পাটা উচ্ছেদ করা হয়েছে। পরে জব্দকৃত জাল-পাটা পুড়িয়ে দেয়া হয়।
এসময় দুই মৎস্য শিকারীকে জরিমানা করা হয়। গতকাল দুপুর ১২টায় উপজেলার ভট্রখামার খালে অভিযানে মৎস্য শিকারী ইব্রাহিম শেখ ও সেকেন্দার মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় জব্দকৃত জাল-পাটা পুড়িয়ে দেয়া হয়।ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী এ তথ্য নিশ্চিত করেন।
এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, পেশকার মো. মিজানুর রহমান ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।