খান মোঃ আল আউয়াল ,ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট প্রেসক্লাবের নির্বাহী
সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি, শিক্ষানবিশ আইনজীবী বখতিয়ার মোড়লের
সাথে নুসরাত জান্নাত নুরানীর শুভবিবাহ সম্পন্ন হয়েছে।
নুসরাত জান্নাত নুরানী বাগেরহাট সদরের উজলপুর গ্রামের মো.আকবর শেখের ছোট কন্যা ও বারুইপাড়া ফাজিল
মাদ্রসার ফাজিল ২য় বর্ষের ছাত্রী। রবিবার সকালে পারিবারিক ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গত ৭ মার্চ
জুম্মাবাদ বারুইপাড়া ফাজিল মাদ্রসা মসজিদে রেজিষ্ট্রেশন ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপাড়া ফাজিল মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ নুরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মো. রেজাউল করিম, ফকিরহাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক খান মোঃ আল আউয়াল (মনি), ফকিরহাট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ওবায়েদ হাসান রনি, অধ্যাপক লাবীব হাসান, মাষ্টার আলমগীর হোসেন, নাজমুল হুদা, হেলথ কিউর ক্লিনিকের এমডি মাহবুবুর রহমান, প্যারাডাইস ফার্মেসির মালিক জিয়াউর রহমান, ফরহাদ হুসাইন, সংবাদ ট্রিবিউট এর জেলা প্রতিনিধি বাদশা শেখ, জামায়ত নেতা ইমাদ্দুদীন মোহাম্মদ, অধ্যাপক জাকির হুসাইন, প্রমুখ।