ডুমুরিয়া কেন্দ্রীয় কালি বাড়ি ও মঠ মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চদ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আরও বলেন, দেশে নৈরাজ্য সষ্টির জন্য অপশক্তিরা সোচ্চার হয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, যােগ্য নেতা কখনও পদের পিছনে ছােটে না, পদ তাক খুঁজে নেয়।
এর আগে সম্মেলন উদ্বােধন করেন, পুজা উদযাপন পরিষদ খুলনা জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাশ। প্রধান বক্তা ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীদ্রনাথ দত্ত।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচীব গােবিন্দ ঘােষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা পুজা উদযাপন পরিষদ নেতা এ্যাড. নিমাই চন্দ্র রায়, বিমান সাহা, রনজিত কুমার ঘােষ, রতন মিত্র, থানা অফিসার ইনচার্জ (তদন্ত)মাে: রফিকুল ইসলাম, অজিত কুমার হালদার, বিষ্ণু প্রসাদ মল্লিক, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শােভারানী হালদার, অশােক আচার্য, অনন্ত কুন্ডু, তপন সাহা, শিশির সিংহ, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, তুষার দত্ত, প্রনব রাহা, রঞ্জন জোর্দ্দার, নারায়ণ মন্ডল, পরিতাষ বৈরাগী, বিভা বিশ্বাস, প্রদীপ দেবনাথ, ভবতােষ মন্ডল, উত্তম বিশ্বাস প্রমুখ।
সম্মেলন শেষে উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে নির্মল চন্দ্র বৈরাগীকে সভাপতি ও প্রভাষক গােবিন্দ ঘােষকে সাধারন সম্পাদক হিসেবে ঘােষনা দেয়া হয়।