শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রধান ছিলন-নারায়ন চন্দ্র চন্দ এমপি।

Reporter Name
  • আপডেট টাইম শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩৩৮ জন সংবাদটি পড়েছেন
ডুমুরিয়া প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রধান ছিলেন। তিনি সকল প্রকার অপশক্তিকে অপসারণ করার জন্য বঙ্গবন্ধু নিরলস ভাবে কাজ করেছিলেন।
তিনি আজ শনিবার(৮জানুয়ারী) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে   এ সব কথা বলেন।

ডুমুরিয়া কেন্দ্রীয় কালি বাড়ি ও মঠ মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চদ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আরও বলেন, দেশে নৈরাজ্য সষ্টির জন্য অপশক্তিরা সোচ্চার হয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, যােগ্য নেতা কখনও পদের পিছনে ছােটে না, পদ তাক খুঁজে নেয়।

এর আগে সম্মেলন উদ্বােধন করেন, পুজা উদযাপন পরিষদ খুলনা জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাশ। প্রধান বক্তা ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীদ্রনাথ দত্ত।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচীব গােবিন্দ ঘােষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্যদেন জেলা পুজা উদযাপন পরিষদ নেতা এ্যাড. নিমাই চন্দ্র রায়, বিমান সাহা, রনজিত কুমার ঘােষ, রতন মিত্র,  থানা অফিসার ইনচার্জ (তদন্ত)মাে: রফিকুল ইসলাম, অজিত কুমার হালদার, বিষ্ণু প্রসাদ মল্লিক, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শােভারানী হালদার, অশােক আচার্য, অনন্ত কুন্ডু, তপন সাহা, শিশির সিংহ, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, তুষার দত্ত, প্রনব রাহা, রঞ্জন জোর্দ্দার, নারায়ণ মন্ডল, পরিতাষ বৈরাগী, বিভা বিশ্বাস, প্রদীপ দেবনাথ, ভবতােষ মন্ডল, উত্তম বিশ্বাস প্রমুখ।

সম্মেলন শেষে উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে নির্মল চন্দ্র বৈরাগীকে সভাপতি ও প্রভাষক গােবিন্দ ঘােষকে সাধারন সম্পাদক হিসেবে  ঘােষনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2495157
304
Visitors Today
155
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu