গোলাম মোস্তফাঃ আজ ৯ সেপ্টেম্বর বানরীপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে ২ দিনব্যাপী নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব- কর্তব্য, পরিকল্পনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে বানারীপাড়া সদর, চাখার, সলিয়াবাকপুর ও বাইশারী ইউনিয়নের নারী জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা নির্বাহি অফিসার জনাব শেখ আব্দুল্লাহ সাদীদ এবং সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা।
উক্ত প্রশিক্ষণে সহায়কের দায়িত্বে ছিলেন বরিশাল ক্লাস্টারের জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার মোঃ খলিলুর রহমান, ক্যাপাসিটি বিল্ডিং কোডিনেটর ঝুমু কর্মকার ও জেলা প্রোগ্রাম সমন্বয়কারী জনাব মোঃ আতাবুর রহমান টিপু। প্রশিক্ষণটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী বিলকিস খানম। প্রশিক্ষণটিতে ৪টি ইউনিয়নের ১১ জন নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য গন অংশগ্রহন করেন।