রিয়াজুল আকবরঃ দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী লালুয়া বাগালী মোশাররফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল দশটায় আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামাদ গাজী, কয়রা থানা অফিসার ইনচার্জ এ বি এম এস দোহা , খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক ড. চয়ন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়,বাগালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া সুলতানা। আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মল কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আসমাউল হোসেন।