বিশেষ প্রতিবেদকঃ করোনাকালে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩” পেলেন এফপিএবির জেলা কর্মকর্তা ও রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পেজের পরিচালক, সঞ্চালক অরুন কুমার শীল।
মাদার তেরেসা রিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ এর যৌথ উদ্যোগে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় ঢাকাস্থ সেগুন বাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এ পুরস্কার প্রদান করেন।অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ব্যারিষ্টার জাকির আহমেদ সহ বিভিন্ন গুনীজনরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য দেশের সর্বপ্রাচীন মা ও শিশু স্বাস্থ্যসেবা মূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) র জেলা কর্মকর্তা অরুন শীল করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতার উপর কাজ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষের বসতভিটা উদ্ধারে গুরুত্বপূর্ন ভূমিকা পালনের জন্য সমাজসেবা তাকে এ পুরস্কার প্রদান করছে জুরি বোর্ড। তার এই প্রাপ্তিতে সোনালী স্বপ্ন পরিবারের পক্ষ থেকে অরুন কুমার শীলকে অভিনন্দন জানানো হয়েছে।