বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে শিক্ষক কাউন্সিলের নির্বাচন সম্পন্ন খুলনায় অভিনব কায়দায় মাদক পরিবহন, ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১ কয়রায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের  মতবিনিময়  ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু ফকিরহাটে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার ! নোয়াখালীর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির ওপর হাজতির হামলা খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাপা নেতা মোস্তফার মতবিনিময়   লবনাক্ত উপকূ‌লে ঘে‌রের পা‌ড়ে সব‌জি চা‌ষে সফলতা ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’র র‌্যালী ও মানববন্ধন কর্মসূচীতে বক্তারা

Reporter Name
  • আপডেট টাইম বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৪৩ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া, পুলিশ-প্রশাসনে দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের ফলে অনেক ক্ষেত্রে অভিযুক্তদের শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না, ফলে অপরাধীরা শাস্তি না পাওয়ায় নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। নারীরা পারিবারিক সহিংসতা, যৌতুক সহিংসতা, এসিড নিক্ষেপ, ধর্ষণ, যৌন হয়রানি সহ বিভিন্ন ধরনের সহিংসতা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। বাল্য বিবাহের কারণেও অনেক মেয়ে শিশুর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন চলছে বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় নারীর প্রতি বৈষম্য এবং সহিংসতা ও গুম হওয়া ব্যক্তির পরিবারের নারী সদস্যদের ওপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’র খুলনা ইউনিট আয়োজিত র‌্যালী ও মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উল্লিখিত আহবান জানান। বেলা ১১ টায় নগরীর শন্তিধাম মোড় সংলগ্ন জাতিসংঘ পার্কের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এর আগে ফুল মার্কেট মোড় থেকে র‌্যালী বের হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মোমিনুল ইসলাম, খুলনা পোল্ট্রি ফিশ ফিড ও শিল্প মালিক সমিতির মহাসচীব প্রাণীপ্রেমী এসএম সোহরাব হোসেন, গেøাবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, মানবাধিকার কর্মী মো. আব্দুল হালিম, বাগেরহাট জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কোষাধ্যক্ষ ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দা তৈমুন নাহার, নিরাপদ সড়ক নিসচা’র খুলনা জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা জেলা বøাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ডা. নুরুল ইসলাম, হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মো. জামাল  হোসেন, এম এ আজিম, মাসুম বিল্লাহ, মুহাম্মদ কামরুজ্জামান, মো. শওকত হোসেন, জেলা নিসচা’র সদস্য  মো. আসলাম হোসেন, সাথী বেগম, অন্তরা বেগম, মো. শাহিন ও লিয়ন প্রমুখ।
অনুষ্ঠানে অধিকার ও মায়ের ডাক’র বিবৃতি উল্লেখ করে বলা হয়, সারা বিশ্বে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। যা পূর্বে আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস হিসেবে পরিচিত ছিল। এই দিবসটি উদযাপনের নেপথ্যে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালে নিউইয়র্কে সূতা কারখানার নারী শ্রমিকদের কর্মঘন্টা ও মজুরী বৈষম্যের ব্যাপারে প্রতিবাদের মধ্যে দিয়েই নারীদের অধিকার আদায়ের সংগ্রামের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন এবং ঘটনা পরিক্রমার মধ্যে দিয়ে জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী বর্ষ পালন করে। অবশেষে ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর থেকেই সারা বিশ্বে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে।
আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও এদেশে নারীদের অবস্থা এখনও দুঃখজনক। নারীর প্রতি সহিংসতা এদেশে চরমভাবে বিদ্যমান এবং দরিদ্র নারীরাই অধিক সহিংসতার শিকার। বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার মূলে রয়েছে পুরুষতান্ত্রিক মন-মানসিকতা এবং এই সংক্রান্ত সামাজিক ও আইনগত বৈষম্য।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2336432
857
Visitors Today
172
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu