মোঃ রমজান হোসেন ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নর ভূট্রা গ্রামের ভিতর দরজা বন্ধ মাটির দালান ঘর থেকে কোকেন ম্রং (৪৫) এক আদিবাসীর ঝুলন্তলাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
তথ্যসূত্রে জানা যায়, কোকেন ম্রং দীর্ঘদিন যাবৎ শারিরীক বিভিন্ন সমস্যায় ভোগতে ছিলেন। এরি মাঝে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে বলে জানায় স্থানীয়রা। ভূট্রা গ্রামের আদিবাসী সমাজ জানায়, প্রায় ৬ দিন যাবৎ তাকে খোজে পাওয়া যাচ্ছিল না। ২ নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে । এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান গণমাধ্যমকে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানো হবে।