মোঃ রমজান হোসেন হালুয়াঘাট থেকেঃ ময়মনসিংহের হালুয়াঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় মনোয়ারা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মনোয়ারা খাতুন হালুয়াঘাট থানার গাজিরভিটার মহাজনিকান্দা গ্রামের রুস্তম আলীর স্ত্রী।
এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুস্তম আলী ও বড় ভাই সমেদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। (২৭ অক্টোবর ২০২২) রোজ বৃহস্পতিবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সমেদ আলী সন্তানদের নিয়ে ছোট ভাই রুস্তম আলী ও তার পরিবারের ওপর হামলা চালায়।
এ সময় রুস্তম আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের মাথায় একাধিক আঘাত করে পালিয়ে যায় তারা। স্বজনরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা খাতুনের মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভাতিজা সামেদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য সামেদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।