মোঃ রমজান হোসেন ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহে র্যাবের পৃথক অভিযানে হেরোইসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন, ৪টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর খাগডহরের নুরনবী’র ছেলে ইমরান হোসেন (২৩) ও মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়ার মৃত জালাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (২৩)।
সোমবার র্যাব কার্যালয় থেকে গণমাধ্যম এ পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। তিনি জানান, রবিবার রাতে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকা হতে ৭ গ্রাম হেরোইন, ৪টি ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন নমে একজনকে গ্রেফতার করে এবং একটি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব।
সোমবার অপর এক অভিযানে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া বাজারের রেজাউল ভ্যারাইটিস স্টোর দোকান এর ভিতরে হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় ১৫ গ্রাম হেরোইনসহ রেজাউল করিমকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।