মোঃ রমজান হোসেন ময়মনসিংহ থেকেঃ স্বাধীনতা শিক্ষক পরিষদের(স্বাশিপ) বিভাগীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর ২০২২ শনিবার বিকেলে নগর ভবনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় কমিটির সভাপতি ড. এ.কে.এম আব্দুর রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আফতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের(স্বাশিপ) বিভাগীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ শামসুল বারী।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন, বিভাগীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ নূরজাহান পারভীন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক তাসলিমা বেগম লাভলী, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ ও জেলা স্বশিপের সভাপতি আহমেদ শফিক, মহানগর স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ভাস্কর সেন গুপ্ত।
এসময় বিভাগীয় কমিটির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয় এবং সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করতে সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় এছাড়াও বক্তব্য রাখেন- শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দিলরুবা শারমিন, ফুলবাড়িয়া অনার্স কলেজের প্রভাষক ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক বিলকিস খানম পাপড়ি, বিভাগীয় কমিটির সদস্য রেশমা আহমেদ, সুমন চন্দ্র দাস, মুক্তাদিল হাসান পাপ্পু, মোঃ মনিরুজ্জামান, বিধান চন্দ্র দত্ত, গোলাম মোস্তফা, ড. মোঃ সিরাজুল ইসলাম, নাদিরুজ্জামান নাদির, এ.কে.এম ওবায়দুল্লাহ, শেরপুর জেলা কমিটির সহসভাপতি যোগেন্দ্র চন্দ্র রায় প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের চারটি জেলার স্বাশিপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রমূখ।