নিজস্ব প্রতিবেদকঃ খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব সূত্রটি জানিয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে তার বিরুদ্ধে সরকারী সম্পদ ও অর্থ লুটের অসংখ্য অভিযোগ রয়েছে।
খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুলবারী হেলালের নির্বাচনী বহরে হামলার অভিযোগ রয়েছে।
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় মামলা হয়েছে।
মামলায় বাদি হয়েছেন উপজেলার দেয়াড়া গ্রামের মৃতঃ শেখ সাদেক হোসেনের পুত্র স্থানীয় বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন। মামলা নং-১১,তাং-২৭/৮/২৪।