নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার রূপসা উপজেলার টিএসবি ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ দিঘলিয়া থানার বিস্ফোরক মামলায় শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। যার মামলা নং-৩,তাং-৪/৯/২৪। তিনি টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
৭অক্টোবর দুপুরে রূপসা এলাকা থেকে ডিবি পুলিশ ও দিঘলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে শ্রীঘরে পাঠায়।
চেয়ারম্যান জাহাঙ্গীর ২০১৪ সালে আওয়ামীলীগের প্রয়াত সাবেক এমপি এস এম মোস্তফা রশিদী সুজার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদান করেই ভাগিয়ে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান।
এলাকায় প্রভাব বিস্তারে দলীয় নেতা কর্মীদের সংগে তিনি অশোভন আচরণ করতেন বলে জনশ্রুতি রয়েছে। তার হামলা থেকে রেহাই পায়নি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।
এছাড়া মামলা হামলা দিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের এলাকা ছাড়া করতেন। ইউনিয়ন পরিষদের শালিস বিচার নিজের বাড়িতে বসে করতেন এবং সেখানেই বসে রফাদফা করতেন। তার অন্যায় কাজে কেউ প্রতিবাদ করলেই তাকে মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করতেন।