নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলা ডিবি পুলিশ রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
১০ সেপ্টেম্বর রাত ৯ টায় খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন নেহালপুর গ্রামস্থ কালিবাড়ী থেকে মিস্ত্রিপাড়াগামী পাকা রাস্তার পশ্চিম পাশ হতে নেহালপুর গ্রাম নিবাসী কাশেম মোল্যার পুত্র মোঃ আজগর মোল্যা(২১) ও নৈহাটী গ্রাম নিবাসী হাফেজ ফারুকের পুত্র খালিদ হাসান তোহা(১৯)কে গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্বার করেন। এ ঘটনায় এসআই/আল আমিন বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেন।