আশরাফ আলী রাজঃ রূপসায় মো. মারজান (৭) নামের এক শিশু শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
মারজান উপজেলার নৈহাটী গ্রামের বাসিন্দা মো. নাজিমুদ্দিনের ছেলে। সে স্থানীয় বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয় এর নার্সারী শ্রেণির ছাত্র।
রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটির মা তাকে গোসল করিয়ে ঘরে যেতে বলে তিনি অন্যত্র চলে যায়। তবে শিশুটি ঘরে না ফিরে পুনরায় পুকুরে গোসল করতে যেয়ে সেখানে পানিতে ডুবে মারা যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন টের পেয়ে শিশু ছেলেটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন।