অপরাধ,
অর্থনীতি,
খুলনা,
চট্টগ্রাম,
চাকুরী,
ঢাকা,
ফিচার,
বরিশাল,
বিদ্যুৎ,
মতামত,
ময়মনসিংহ,
রংপুর,
রাজশাহী,
সাক্ষাতকার,
সিলেট
রূপসায় স’মিল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার
Reporter Name
-
আপডেট টাইম
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
-
৯২০
জন সংবাদটি পড়েছেন
- খুলনা জেলার রূপসা উপজেলার সামন্তসেনা এলাকার একটি স’মিল থেকে থানা পুলিশ স’মিল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায় গত ২৮ মে বিকালে উক্ত স’মিলে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ উক্ত এলাকা থেকে নেহালপুর গ্রামের আব্দুল হাকিমের পুত্র সিরাজ শেখ (৪০) এর লাশ উদ্ধার করে। নিহতের পরনের গেঞ্জি ছেড়া এবং দুটি পা মাটির সাথে মেশানো ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে যার মধ্যে ১ জোড়া মহিলার স্যান্ডেল রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে সিরাজ এর বাড়ী নেহালপুর হলেও সামন্তসেনা এলাকায় পুনরায় বিয়ে করে ছোট বউ কে নিয়ে সেখানে থাকতো। গত ২৮ মে সকালে নেহালপুর এলাকায় তার বউ, ছেলে এবং ভাইদের সাথে ঝগড়া বিবাদ হয়। এর সূত্র ধরে হত্যা বা আত্মহত্যা হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। নিহতের সুরতহাল রিপোর্টে জানাগেছে, সিরাজের পিঠে আঘাতের চিহ্ন আছে। নিহতের প্রথমপক্ষের আকাশ (২০) এবং ওমর ফারুক (১৩) নামে দুটি সন্তান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ
এ ধরনের আরো সংবাদ