রূপসা প্রতিনিধিঃ রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ মামলার মধ্যে ৮টি গ্রেফতারী পরোয়ানা আসামী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৮টি গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে স্বামী ও স্ত্রী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় অবস্থান করছে। গত ২আগষ্ট রাতে থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স উক্ত এলাকায় অভিযান চালিযয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকার মৃতঃ-আজাদ খাঁর ছেলে মোঃ হাবিবুর ওরফে হাবি খাঁ (৪৫) ও তার স্ত্রী জেসমিন বেগম(৩১)। হাবিবুরের নামে রূপসা থানায় ১৫টি জিআর মামলা রয়েছে। তার মধ্যে হইতে ৬টি জিআর গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এছাড়া তার স্ত্রী জেসমিনের নামে রূপসা থানায় ৩টি জিআর মামলার মধ্যে ২টি জিআর গ্রেফতারী পরোয়ানা। সর্বমোট দুই জনের বিরুদ্ধে ৮টি জিআর গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করা হয়।