সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিগঞ্জে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত কালিগঞ্জে স্মার্ট ভূমিসেবা পৌছে দিতে সক্ষম হয়েছি -সহকারী কমিশনার ডুমুরিয়ায় ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন। খুলনার ডুমুরিয়ায় মাসিক স্বাস্হ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট গাঁজাসহ গ্রেপ্তার-৪ কয়রায় ডাক্তার সুজিত কুমার কে সংবর্ধনা তেরখাদার সাবেক ছাত্রলীগ নেতা খাজা বাকিরের ভাইয়ের সুস্থতা কামনা ডুমুরিয়ায় বিনামূল্যে দিনব্যাপি চক্ষু ও ডায়বেটিস চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ডুমুরিয়ায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কয়রায় জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ 

রূপসা উপজেলা ভূমি অফিসে দূঃসাহসিক চুরি !

Reporter Name
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৫ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটে। এ সময় কার্যালয়ের নাজির ও অফিস সহায়কের আলমারি ভেঁঙ্গে নাজির ও অফিস সহায়কের আলমিরাতে রাখা ১ লক্ষ ৫৭ হাজার ৩৭০ টাকা নিয়ে যায় চোরেরা।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রূপসা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন।

সরেজমিনে ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের যে কোন সময় চোর প্রথমে কার্যালয়ের সামনের একটি ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে। পরে কার্যালয়ের দরজা খুলে প্রবেশ করে নাজির ও অফিস সহায়কদের আলমিরার তালা, লক ও ড্রয়ারের তালা ভেঁঙ্গে নগদ টাকা নিয়ে যায়। তবে আলমিরায় থাকা দামি ল্যাপটপসহ অন্যান্য কাগজপত্র যথাস্থানেই ছিল।

নাজির এস এম ইব্রাহিম হাসানসহ রূপসা উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগন (২৩ মে) মঙ্গলবার সকালে যথারীতি ০৯:০০ ঘটিকায় অফিসে আসিয়া অফিসের কার্যক্রম শেষে একই তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত অফিসের সকল আলমীরা ও প্রতিটি কক্ষের দরজার তালাবদ্ধ করিয়া যে যাহার মত চলিয়া যায়। অফিসের রাত্রিকালীন নিরাপত্তার জন্য মোঃ নিজাম উদ্দিন (৪৫) অনুমান ৭/৮ বছর যাবত পাহারাদার হিসাবে নিয়োজিত রহিয়াছে। তিনি রূপসা উপজেলা ভূমি অফিসের হল ‘ভিতরে অবস্থান করিয়া অফিসের সকল প্রকার নিরাপত্তা দিয়া থাকেন।

২৩ মে দিবাগত রাত অথ্যাৎ ২৪ মে ভোর অনুমান ৪:১৫ ঘটিকার সময় নাজির এস এম ইব্রাহিম হাসানকে অফিসের পাহারাদার মোঃ নিজাম উদ্দিন ফোন করিয়া জানায় যে, অফিস কক্ষের মধ্যে তাহার রুমের দরজা ও অফিসের প্রধান সহকারীর রুমের দরজা খোলা। বুধবার সকালে কার্যালয়ে ফিরে জানতে পারেন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক কে এম আবু জাফর মল্লিক (৪৪) এর আলমীরার মধ্যে থাকা ভিপি লিজ নবায়নকৃত প্রাপ্ত রক্ষিত ১৮,৫২০/- টাকা নাই। নাজির এস এম ইব্রাহিম হাসান তাহার কক্ষে স্টিলের আলমীরাতে রাখা ৫৬,৩৫০/-টাকা ১৫০,২৩(৩) ধারা কেসের ডিসিআর ফি বাবদ এবং ভূমিহীনদের নামে সরকারী বরাদ্দকৃত ঘরের নাম জারি, ডিসিআর ফি বাবদ প্রাপ্ত ৮২,৫০০/-টাকা নাই।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। অফিসের ল্যাপটপ ও জরুরী কাগজপত্রের কোন খয়ক্ষতি হয়নি শুধুমাত্র টাকা নিয়েছে। পুলিশ যথাযথ ভাবে কাজ করছে দ্রুত উদ্ধার হবে বলে আশা করছি।

ঘটনাস্থল পরিদর্শনকারী ওসি (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম বলেন, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কিছু তথ্য সংগ্রহ করেছি। আমরা অল্প সময়ের মধ্যে এ চুরি মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2057641
633
Visitors Today
138
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu