নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অবহেলায় ৭ দিন চিকিৎসাধীন থেকে ডেঙ্গুরুগী সালমা বেগম (৪৫) এর মৃত্যুর অভিযোগ উঠেছে।
উপজেলার কাজদিয়া গ্রাম নিবাসী আফজাল হোসেনের স্ত্রী সালমা বেগম গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক রাত ১১ টার সময় মৃত্যুবরণ করেন।
সূত্র জানায় গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ডেঙ্গু পজেটিভ নিয়ে সালমা বেগম রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। ৭দিন চিকিৎসাধীন থাকার পর রুগীর অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে গত ১৫সেপ্টেম্বর উন্নত চিকিৎসার কথা বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার সময় সালমার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। রোগী যখন ভর্তি ছিল শরীরের প্রেসার কম ছিল ডাক্তারদের বারবার বলার পরেও তারা পেশারের কোন উন্নতি করতে পারিনি। এভাবে ৭ দিন রাখার ফলে শরীর আরও অবনতি হতে থাকে পেট ফুলে যায়।
হাসপাতালে দায়িত্বরত আর এম ও পিকিং সিকদারের অনুপস্থিতিতে রাত দশটার দিকে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
খুমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি দুই ছেলে এক মেয়ে রেখে যান। তাদের অভিযোগ মতে রোগী যখন অসুস্থ হতে থাকে এটা দেখেও তারা রোগী ছেড়ে না দিয়ে সেবার গাফিলতি করে রুগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।শেষ মুহূর্তে রুগীর অবস্থা বেগতিক দেখে নিজেদের দ্বায় এড়াতে তারা উন্নত চিকিৎসার নামে খুমেক হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে রোগীর মৃত্যু হয়।
রুগীর স্বজনরা জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে অভিযোগটি তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।