নিজস্ব প্রতিবেদকঃ রূপান্তরের আয়োজনে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে চার জেলার বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের দুইদিন ব্যাপী জয়েন্ট নিডস এ্যাসেসমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। নগরীর সিএসএস আভা সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ ২২ মার্চ মঙ্গলবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার। তিনি বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ অতি সাধারণ ঘটনা। আমরা আসলেই দুর্যোগের মধ্যেই বসবাস করি এজন্য আমাদের সকলের পূর্ব প্রস্তুতি খুবই জরুরি। দুর্যোগ বন্ধ করা যাবেনা তবে পূর্বপ্রস্তুতি থাকলে ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। আমরা দুর্যোগ চাইনা- তবে প্রস্তুতি থাকলে অনেক ক্ষয়ক্ষতি রোধের পাশাপাশি জীবনহানি কমানো সম্ভব হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করছেন রূপান্তরের প্রোজেক্ট ম্যানেজার সৈয়দ আসাদুল হক, মোঃ শাহিন ইসলাম ও এমরান হাসান। প্রশিক্ষণের লজিষ্টিক সাপোর্টে ছিলেন রূপান্তরের ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলার মোট ২২ টি সদস্য সংগঠনের ফোকাল পার্সন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, কেয়ার বাংলাদেশ সহযোগিতায় রূপান্তর খুলনা উপকূলীয় এলাকায় জয়েন্ট নিডস এ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপের আওতায় দুর্যোগ কর্মসূচীর ফোকাল এনজিও হিসেবে দায়িত্ব পালন করছে।