প্রেস বিজ্ঞপ্তিঃ রূপান্তর-এর আয়োজনে আজ শনিবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে খুলনা বিভাগের ৫টি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
ইউএসএইড এবং আইআরআই-এর সহযোগিতায় “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়। প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে আলোচনা করা হয়।